<p>খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা করে অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) কয়রা থানার উপরিদর্শক সুজিত ঘোষ বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় শিরিনা খাতুন (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>এই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল অপহরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হারুন গাজীকে ধরতে তার বাড়িতে যায়। তার বসতঘর থেকে তাকে আটক করে নিয়ে আসার সময় ১০-১৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে আসামি হারুনকে ছিনিয়ে নেয়।</p> <p>কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।</p>