<p>মিরপুরে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। সেই শঙ্কা উড়িয়ে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশকে এমন স্বপ্ন দেখাচ্ছেন মিরাজই। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ের জন্য লড়বে বলে জানিয়েছেন মুশতাক আহমেদ। দিনশেষে এমনটিই জানান বাংলাদেশের স্পিন কোচ।</p> <p>সপ্তম উইকেটে মিরাজ-জাকের আলী অনিক ১৩৮ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশ দলে জয়ের বিশ্বাস জুগিয়েছেন বলে জানিয়েছেন মুশতাক। স্পিন কোচ বলেছেন, ‘কেন নয় (জেতা)। আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া ঠিক রাখা ও হাল ছেড়ে না দেওয়া। যখন আপনি হাল ছাড়বেন না, প্রতিপক্ষ আপনাকে সমীহ করা শুরু করবে।’</p> <p>শিষ্যদের বিশ্বাস না হারানোর কথা জানিয়েছেন মুশতাক। পাকিস্তানি কোচ বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বলব আমাদের বিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস আছে। যখন বিশ্বাস থাকে যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের যতটা বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিয়মিত রান বাড়াতে হবে। লিড যতটা বড় করা যায় করতে হবে।’</p> <p>আগামীকাল ২০০ রান লিড নেওয়ার আশা করছেন মুশতাক। তিনি বলেছেন, ‘এই বিশ্বাস আছে (দুই শর বেশি লিড দেওয়া)। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে আপনাকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। আমরা ফলের কথা না ভেবে লড়াই ও প্রক্রিয়া ঠিক রাখব। বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়।’</p> <p>আগামীকাল গুরুর বিশ্বাস বাস্তবে প্রমাণিত করতে হলে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে মিরাজ-নাঈম হাসানকে। অষ্টম উইকেটে ৩৩ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছেন তারা। মিরাজের ৮৭ রানের বিপরীতে ৩৩ রানে অপরাজিত আছেন নাঈম।</p>