<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংস সভাপতির নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রনি নামের এই যুবক বসুন্ধরা কিংসে সুযোগ দেওয়ার কথা বলে ফেসবুকে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারীদের একজন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কবির গাজী। কিছুদিন আগে তাঁর ছেলের ফেসবুকে মেসেজ দেন বসুন্ধরা কিংসের কথিত সেই সভাপতি। তাঁর ছেলেকে কিংস একাডেমিতে নিতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। এ জন্য দিতে হবে টাকা। পরে জসিম নামের একজন তাঁর সঙ্গে যোগাযোগ করে হাতিয়ে নেন কয়েক হাজার টাকা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবির গাজী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকা নেন সেই প্রতারক। অনূর্ধ্ব-১৭-এর একটি টিম নেপাল যাবে। সেখানে তাকে (ছেলেকে) নেওয়া হবে বলে পাসপোর্টের জন্য বাকি টাকা নেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘটনায় বেরিয়ে আসে প্রতারণার অভিযোগ ওঠা ময়মনসিংহের হালুয়াঘাটের সেই রনির নাম। ঘটনার সত্যতা জানতে রনির বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিস্থিতি বুঝতে পেরে আগেই পালিয়ে যান রনি ও তাঁর ভাই জনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবার ও এলাকাবাসী জানত না এসব বিষয়। তবে কয়েক মাসের মধ্যে রনির আর্থিক উত্থান ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অভাব-অনটনে দিন কাটানো রনি গত কয়েক মাসে কিনেছেন ১৫টি গরু। সেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি। এ ছাড়া রয়েছে সাতটি গরুর খামার এবং কয়েকটি মাছের ঘের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানায়, বাড়িতে নেই, হয়তো কোনো কাজে গেছেন; যেহেতু তাঁর গরু আছে। এসব প্রতারণার ঘটনায় ঢাকা ও হালুয়াঘাট থানায় অভিযোগ দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াছিন হোসেন পাভেল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ ছয় মাস নজরদারি করে আমরা তাঁর বাড়ি কোথায়, কী করেন, সেই খোঁজ নিয়েছি। আমাদের পক্ষ থেকে ২০২৩ সালে একটি সাধারণ ডায়েরি করা ছিল। ২০২৪ সালের জানুয়ারিতেও হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে অনুসন্ধান করব। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এমন প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।</span></span></span></span></p>