<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করুন, তাদের সহযোগিতা নিশ্চিত করুন, তাদের আশ্রয় দিন এবং যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার কোনো অভিলাশ আপনাদের যেন পেয়ে না বসে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে গতকাল বুধবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মানুনুল হক এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে স্বৈরাচারী সরকার বারবার চেষ্টা করেছিল অভিযোগ করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা সরকার এ দেশের আলেমসমাজের ওপর সবচেয়ে বেশি দমন-পীড়ন চালিয়েছিল। শেখ হাসিনা ও তাঁর দোসররা মনে করেছিল, হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে। হেফাজতে ইসলামের ওপর হত্যাযজ্ঞ চালালে কণ্ঠ নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু বারবার প্রমাণিত হয়েছে, জুলুম-নির্যাতনের মাধ্যমে অন্য কাউকে ভয় দেখানো যায়; কিন্তু ইসলামের সৈনিকদের দমিয়ে দেওয়া যায় না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলার আহ্বায়ক মুহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি, প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম ওবাইদুর রহমান মাহবুব প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বোরহানউদ্দিনে ইসলামী সম্মেলনে যোগদান : </span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে ভোলা প্রতিনিধি জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ভোলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে হেফাজতে ইসলাম বোরহানউদ্দিন উপজেলা শাখা আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে যোগ দেন। সেখানে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে আলেমসমাজকে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের ওপর লাইট বন্ধ করে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে স্বৈরাচারী আওয়ামী সরকার। এমনকি শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীরা হেফাজতের নেতাকর্মীদের নিয়ে সেদিন উপহাস করেছে। তাঁর এক মন্ত্রী সেদিন উপহাস করে বলেছিলেন, হেফাজতের নেতাকর্মীরা নাকি সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়েছে। কিন্তু আজ সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার নিজেই পালিয়ে গেছে। বাংলাদেশের কোথাও হারিকেন দিয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভোলা জেলা হেফাজতের সভাপতি মাওলানা আনাছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ।</span></span></span></span></span></p> <p> </p>