<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের সোনারগাঁয় রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হককে হেনস্তার প্রতিবাদ করে গ্রেপ্তার হেফাজতে ইসলামের কর্মী মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর তিন বছর পর মামলা করা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জের সাবেক দুই সংসদ সদস্য, সাবেক পুলিশ সুপারসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে হেফাজতে ইসলামের সোনারগাঁ শাখার সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শাজাহান শিবলী সোনারগাঁ থানায় মামলাটি করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবদুল</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বারী বিষয়টি নিশ্চিত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি মো</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">. </span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনামুল</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবির ও</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোনারগাঁ</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৩ এপ্রিল হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তাঁর স্ত্রীকে নিয়ে সোনারগাঁর রয়েল রিসোর্টে অবকাশ যাপন করতে আসেন। সাবেক দুই সংসদ সদস্যের ষড়যন্ত্রে পুলিশ ও প্রশাসনের মদদে আসামিরা মামুনুল হক ও তাঁর স্ত্রীকে হেনস্তা করে রিসোর্ট থেকে বের করে দেন। এর প্রতিবাদে হেজাজতকর্মী ইকবাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান নেন। এ সময় আসামিরা তাঁকে হত্যা করতে রড দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে আদালতে পাঠায়। ওই সময় পুলিশ তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে। অসুস্থ ইকবাল ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।</span></span></span></span></span></p>