<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলা কেন জিইয়ে রাখা হচ্ছে। তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নামে শেখ হাসিনা সরকারের সময় করা মিথ্যা মামলা প্রত্যাহারে মন্থরগতি লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের নীলনকশার অংশ। গতকাল পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে রিজভী এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা ইশরাক হোসেন, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল প্রমুখ।রুহুল কবীর রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈন উদ্দিন-ফখরুদ্দীন সরকারের সময়ে আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনবার চার্জশিট দেওয়া হয়েছে, তাঁকে জড়াতে পারেনি।</span></span></span></span></p>