<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাঠিতে ভর দিয়ে চক্ষু ক্যাম্প থেকে ফিরছিলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নয়াহাটি গ্রামের বিধবা তারা বানু। অশীতিপর এই বৃদ্ধার হাতে নীলরঙা একটি প্রেসক্রিপশন ও একটি চোখের ড্রপ। জানতে চাইলে তিনি বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুইড্যা চোখ গেছিন গা। হেইবার (আগেরবার) এঁরা (চিকিৎসক) ছানি ফালাইয়া দিছিন। হেরপর থাইক্যা বালোই (ভালোই) দেখতাছি। অহন ইট্টু খাইজ্যায় (চুলকায়)। আউজ্যা (আজ) ডাক্তর দেহাইলাম। ওষুদ দিছে। কইছে, অহনে বালা (সুস্থ) অইয়া যাইয়াম গা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা এবং মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনভর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাম্প অনুষ্ঠিত হয় বাজিতপুরের সরারচর ইউনিয়নের খনারচর-নয়াহাটি পুলের মোড়ের মক্তব প্রাঙ্গণে। সেখানে বিনা মূল্যে চোখের চিকিৎসাসেবা পেয়ে বেশ হাসিখুশি দেখাচ্ছিল তারা বানুকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল ঢাকার রোটারি ক্লাব অব উত্তরা ওয়ান এবং ব্যবস্থাপনায় ছিল খনারচর মানবসেবা সংঘ ও নয়াহাটি হিলফুল ফুজুল যুব সংঘ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়োজকরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৭০০ দরিদ্র রোগী ক্যাম্পটিতে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ১৬৭ জনকে চোখের ছানি ও নালি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ও খরচে ১৬৭ জন রোগীকে ঢাকায় নিয়ে কয়েক দিন রেখে চিকিৎসা করাবে। সুস্থ হওয়ার পর একইভাবে তাঁদের বাড়িতে পাঠানো হবে। বাকি রোগীদের সবাইকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা আই হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে চারজন চিকিৎসকসহ আটজনের একটি দল গতকালের চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে। ডা. সাইফুল কালের কণ্ঠকে জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ১০ বছরে বসুন্ধরা আই হসপিটাল প্রায় ৩০ হাজার অসচ্ছল রোগীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা করিয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ ছানি ও নালি অপারেশন করিয়েছে। বসুন্ধরা আই হসপিটাল নামের অলাভজনক প্রতিষ্ঠানটি প্রায় ১০ বছর ধরে তাদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে বসুন্ধরা আই হসপিটালের বাজিতপুরে পরিচালিত এক দিনের ফ্রি ক্যাম্পে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষ চোখের চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের বেশির ভাগই দরিদ্র। নয়াহাটির বাদল মিয়া (৬৪) জানান, তিনি জানতেনই না যে তাঁর চোখের সমস্যা হয়েছে। আজ (গতকাল) ডাক্তার দেখানোয় বিরাট কাজ হয়েছে। ক্যাম্পে না এলে তিনি জানতেই পারতেন না তাঁর চশমা লাগবে। তত দিনে চোখ আরো খারাপের দিকে যেত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার পাটুলী গ্রাম থেকে বড় বোন খনারচরের গৃহবধূ ফরিদা বেগমের সঙ্গে চোখ দেখাতে এসেছেন আম্বিয়া খাতুন। আম্বিয়া জানান, এই ক্যাম্প থেকেই তাঁদের দুই বোনকে দুই দফায় ঢাকায় নিয়ে চোখের ছানি অপারেশন করা হয়। আবারও ক্যাম্প হচ্ছে জেনে তাঁরা চোখ দেখাতে এসেছেন। ফরিদা জানান, টাকা খরচ করে চোখের চিকিৎসা করানোর সাধ্য নেই তাঁদের। বসুন্ধরা বিনা মূল্যে চিকিৎসা করানোয় দুই বোন চোখের জ্যোতি ফিরে পেয়েছেন। তাই দোয়া আসছে প্রাণ থেকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসা কার্যক্রম শুরুর আগে গতকাল সকালে এ উপলক্ষে মক্তব চত্বরে আলোচনাসভা হয়। আইআইআইটির (ইন্টারন্যাশনাল ইনস্টিটিউিট অব ইসলামিক থট) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অ্যাডজাংক প্রফেসর এম আব্দুল আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন প্রধান অতিথি বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। এ ছাড়া বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন বাদল, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। আরো বক্তব্য দেন রোটারি ক্লাব অব উত্তরা ওয়ানের প্রেসিডেন্ট মেজবাহ উদ্দীন নাইম, সাবেক প্রেসিডেন্ট মু. শফিকুল ইসলাম বাদল, পরিচালক রুবিনা ইয়াসমিন ও উপদেষ্টা রোটারিয়ান কে এম এনায়েতুল করিম হেলাল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এম আব্দুল আজিজ কালের কণ্ঠকে বলেন, এলাকার গরিব মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা আই হসপিটালের সার্বিক সহযোগিতায় তাঁরা চিকিৎসাশিবিরের আয়োজন করে আসছেন। এ ছাড়া ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, গৃহহীনদের বাসস্থানের জোগান থেকে শুরু করে সব রকম সাহায্য-সহযোগিতা করে আসছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>