<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর কোরিয়া সাগরে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গতকাল মঙ্গলবার দেশটির প্রতিবেশী জাপান জানায়, মার্কিন নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছিল পিয়ংইয়ং। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, উত্তর কোরিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলো সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পাল্লার ছিল। ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যে সাগরে পড়ে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নজর রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তবে এই পরীক্ষা থেকে আমাদের আশু বিপদের কোনো আশঙ্কা নেই। উত্তর কোরিয়া গত সপ্তাহে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়। তারা এটিকে পৃথিবীর শক্তিশালী আইসিবিএম বলে আখ্যা দেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ২০২২ সাল থেকে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করতে সম্প্রতি উত্তর কোরিয়া ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। সূত্র : ডয়চে ভেলে, এপি</span></span></span></span></span></p>