<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারমাণবিক প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করতে গতকাল বৃহস্পতিবার সবচেয়ে নতুন ও শক্তিশালী দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার দক্ষিণ কোরিয়া সতর্ক করে বলেছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিউল বলেছে, উত্তর কোরিয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উেক্ষপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ক্ষেপণাস্ত্র ৮৬ মিনিট আকাশে ছিল এবং সাত হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে আধুনিক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেষ্টা করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সূত্র : এএফপি</span></span></span></span></p>