<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহ যুদ্ধ করতে এবং প্রশিক্ষণ নিতে রাশিয়ায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পিয়ংইয়ংয়ের সামরিক হস্তক্ষেপের ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং গত সোমবার জানান, পূর্ব রাশিয়ার প্রশিক্ষণের জন্য মোতায়েন করা ১০ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেন সীমান্তের কাছাকাছি চলে এসেছে। যদিও সেনার সংখ্যা তিন হাজার বলে গত সপ্তাহে অনুমান করেছিল যুক্তরাষ্ট্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবরিনা সিং বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সেনাদের একটি অংশ এরই মধ্যে ইউক্রেনের কাছাকাছি চলে এসেছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এসব সেনাকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানের সহায়ক হিসেবে অথবা যুদ্ধে ব্যবহার করার মতলব রয়েছে রাশিয়ার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার এর নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মোতায়েন তাঁর দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কেই হুমকির মুখে ফেলেছে। এটিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার অবৈধ সামরিক সহযোগিতা আখ্যা দেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাটোর মহাসচিব মার্ক রুটা গত সোমবার বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ইউক্রেন সংঘাতের তাৎপর্যপূর্ণ বিস্তার এবং বিপজ্জনক সম্প্রসারণে ভূমিকা রাখছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার গভীর সামরিক সহযোগিতা ইন্দো-প্যাসিফিক এবং ইউরো-আটলান্টিক উভয়ের নিরাপত্তার হুমকি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ায় সেনা মোতায়েনের খবরের সত্যতা নিশ্চিত না করলেও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পিয়ংইয়ং যদি এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হবে বলেই তাঁর বিশ্বাস। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>