<p>ইউক্রেনের দুই বৃহত্তম শহর খারকিভ এবং কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত চারজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।</p> <p>মেয়র ইহর তেরেখভ তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে বলেছেন, শহরের ওসনোভিয়ানস্কি জেলায় রাশিয়ার বোমাবর্ষণে মঙ্গলবার মধ্যরাতের পর খারকিভে চারজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে খারকিভে রুশ বোমা হামলার পরে ডারজপ্রম ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে। ১৯২০ দশক থেকে ডেটিং শহরের সবচেয়ে বিখ্যাত ভবনের মধ্যে একটি ছিল এটি।</p> <p>এদিকে কিয়েভে একটি ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছে এবং একটি আবাসিক ভবনে আগুন লেগে গেছে বলে ইউক্রেনের মেয়র জানিয়েছেন।</p> <p>কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেয়র ভিটালি ক্লিটসকো তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে।</p> <p>রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের পশ্চিমে অবস্থিত জেলার আবাসিক এলাকায় ধোঁয়া উঠতে দেখেছেন। কিয়েভের সামরিক প্রশাসন তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিগুলোতে একটি আবাসিক ভবন এবং আশপাশের গাড়িগুলো অন্ধকারে জ্বলতে দেখা যায়।</p> <p>রাতে রুশ হামলার পরিধি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি। মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণের শুরু করে। রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশির ভাগই ইউক্রেনীয় এবং শহর ও গ্রামগুলো যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>