<p>আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। তবে অবসরের পরপরই পেয়েছেন সুখবরও। জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ৩৬ বছর বয়সী ওয়েডকে। </p> <p>আজ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সহকারী কোচ হিসেবে ওয়েডের নাম ঘোষণা করে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন তিনি।<br />  <br /> অবসরের কথা বলতে গিয়ে ওয়েড বলেছেন, ‘শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে মনে হয়েছে, সম্ভবত আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের দিকে।’</p> <p>২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ৩৬টি টেস্ট, ৯৭টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামেন সাবেক এই অধিনায়ক। </p> <p>ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে পাকিস্তানের সিরিজের দলের সঙ্গে নেই অস্ট্রেলিয়ার মূল কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রো বোরোভেক। তারই সহকারী হিসেবেই কাজ করবেন ওয়েড।</p> <p>কোচিংয়ে যোগ দেওয়ার বিষয়ে ওয়েড জানান, ‘গত কয়েক বছর ধরেই কোচিংয়ের বিষয়টা মাথায় ছিল। সুভাগ্যক্রমে ভালো সুযোগই পেয়ে গেলাম। যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’</p>