<p style="text-align:justify">টানা তিন ম্যাচে হার! কারাবাও কাপে বিদায়, প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস লিগেও স্পোর্টিং লিসবনের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুতে এগিয়ে যাওয়ার পরও  ৪–১ গোলে হেরেছে গার্দিওলার দল। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিয়ালকে বিধ্বস্ত করল মিলান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730867176-2244e7ca90c8869896f5c875f6db563e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিয়ালকে বিধ্বস্ত করল মিলান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443366" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লিসবনে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পোর্টিং লিসবন। হ্যাটট্রিক করেন ভিক্টর গয়োকেরেস এবং বাকি গোলটি আসে আরাউহোর পা থেকে।</p> <p style="text-align:justify"><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/06/my1198/ডযপটা.jpg" width="1000" /></p> <p style="text-align:justify">লিসবনের মাঠে ৪ মিনিটে এগিয়ে গিয়ে শুরুটা ভালোই হয়েছিল সিটির। প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ফিল ফোডেন। তবে অমন আশা জাগানিয়া শুরুর পরেও বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। সিটির বেশ কিছু সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ৩৮তম মিনিটে। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন গয়োকেরেস। সমতায় ফিরে বিরতিতে যায় স্পোর্টিং। </p> <p style="text-align:justify">দ্বিতীয়ার্ধের শুরুটা স্বপ্নের মতো হয় স্পোর্টিংয়ের। কিক-অফের ২০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় পর্তুগালের ক্লাবটি। অফসাইডের ফাঁদ এড়িয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন আরাউহো। সতীর্থের পাস পেয়ে এডারসনের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তিনি। পরের মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার আবারওে সুযোগ পায় স্বাগতিকরা। ফ্রান্সিসকো ত্রিনকাওকে সিটির ডিফেন্ডার গাভার্দিওল বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-১ করেন গয়োকেরেস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুটবল বিশ্বে আমাদের মেয়েরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর : তাবিথ আউয়াল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730842036-50ea9a40f62e2509ac9345e0ada876bb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুটবল বিশ্বে আমাদের মেয়েরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর : তাবিথ আউয়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443332" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">৬৯তম মিনিটে পেনাল্টি থেকে সিটিকে ব্যবধান কমানোর সুযোগ বঞ্চিত করেন হালান্ড। পেনাল্টি ক্রসবারে মারেন তিনি। ৭৯তম মিনিটে মাথিউস নুনেস ফাউল করায় আরেকটি পেনাল্টি পায় স্পোর্টিং। হ্যাটট্রিক পূরণ করেন গয়োকেরেস। ৪–১ গোলের জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে স্পোটিং। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।</p> <p style="text-align:justify"><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/06/my1198/AFDJAL;GDF.jpg" width="1000" /></p> <p style="text-align:justify">ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে স্পোর্টিং লিসবনের কাছ থেকে বিদায়ও নিয়ে নিলেন দলটির কোচ রুবেন আমোরিম। ৩৯ বছর বয়সী পর্তুগিজ দায়িত্ব নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের। </p>