<p>ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে। সদ্যই অনুষ্ঠিত হয়েছে বিপিএল ২০২৪-এর ড্রাফট। নির্ধারিত হয়ে গেছে কোন ক্রিকেটার কোন দলের হয়ে এবার বিপিএল মাতাবেন। এবার আসর শুরুর পালা।</p> <p>বছরের শেষ প্রান্তে (৩০ ডিসেম্বর) শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জাঁকজমক আয়োজনে হবে বিপিএলের ১১তম আসর। একাধিক আন্তর্জাতিক তারকাও নাকি হাজির হবেন উদ্বোধনী অনুষ্ঠানে। এর মধ্যেই শোনা যাচ্ছে, অনুষ্ঠানে পারফরম করবেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস।</p> <p>তবে জেমসের পারফরম্যান্স করার বিষয়টি সত্যি নাকি গুজব তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ভক্তরা প্রবল প্রত্যাশা রাখলেও জেমসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চয়তা মেলেনি।</p> <p>জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বলেছেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগই করেনি বিপিএল কর্তৃপক্ষ। কেউ ইচ্ছাকৃত এমন গুজব ছড়াচ্ছে।’</p> <p>এর আগে, ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই চিৎকারে চিৎকারে মুখরিত হয়ে পড়ে গোটা স্টেডিয়াম।</p>