<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র উৎপাদনে কোনো প্রভাব ফেলতে পারেনি বলে গতকাল বুধবার দাবি করেছে ইরান। গত সপ্তাহে ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর এ নিয়ে মুখ খুলল তেহরান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ সাংবাদিকদের বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্রের মতো আক্রমণাত্মক ব্যবস্থা তৈরির প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি। তবে শত্রুরা আমাদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে হিজবুল্লাহর মোট ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২০ শতাংশ অবশিষ্ট আছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বাকি ৮০ শতাংশই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বুধবার হিবরু গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা নিয়ে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক করেন। সেখানে ইয়োভ গ্যালান্ট এই তথ্য উপস্থাপন করে মন্তব্য করেন, যুদ্ধের লক্ষ্য পূরণ হতে আর বেশি দেরি নেই। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে চার ইসরায়েলি সেনা নিহত ও এক সেনা কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন। গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০৯ জন নিহত ও আরো বহু আহত হয়। এদিনই ওই ইসরায়েলি সেনারাও হতাহত হন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত চার সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা আছেন, আর তাঁদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া ড্রোন হামলার ঝুঁকিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ছোট ছেলে আভনারের বিয়ে পেছানোর উদ্যোগ নিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম কান দাবি করেছে, এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু জানান, বিয়ের আগত অতিথিদের প্রাণের ঝুঁকির কারণে বিয়ের দিনটি পেছাতে হবে। সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></span></p>