<p>কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক নারী নিহতের খবর পাওয়া গেছে। নিহত নারী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।</p> <p>বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল।</p> <p>স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকার দখল নেওয়ার উদ্দেশ্যে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ছৈয়দা। এ ঘটনার পর এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘দুই চোখেই দেখি না, পাড়ার মানুষ দিলে খাই নয়তো খাই না’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730286639-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘দুই চোখেই দেখি না, পাড়ার মানুষ দিলে খাই নয়তো খাই না’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440853" target="_blank"> </a></div> </div> <p>নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০-৩০ জন লোক অস্ত্র নিয়ে এসে গুলি করে। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার বোন প্রতিবন্ধী ছিল। আমি এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352126-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441105" target="_blank"> </a></div> </div> <p>মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।</p>