<p>নিরাপত্তার কারণে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার খেলা হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি অলরাউন্ডারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।</p> <p>চট্টগ্রাম টেস্ট দেখতে গিয়ে সংবাদ মাধ্যমকে ফারুক বলেছেন, ‘সাকিব ভেরি আনলাইক টু প্লে ইউএই ট্যুর। টি-টেন আছে ওর, যদিও এখনো এনওসি দেইনি। তবে সেটা খেলে হয়তো শেপ ঠিক করতে পারে।’</p> <p>আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের না থাকার ব্যাখ্যায় ফারুক বলেছেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল আসতে পারছিল না আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।‘</p> <p>সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে পাকিস্তানে। সেই টুর্নামেন্টে সাকিবকে দেখা যেতে পারে জানিয়ে ফারুক বলেছেন,‘ তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে।’</p> <p>শারজায় আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর, শেষটি ১১ নভেম্বর।</p>