<p>দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করার মামলার বাদী রাজবাড়ীর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাফিজুর রহমান ওরফে হাফিজ (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>গত বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের ভবানীপুর রেল কলোনির বাসা থেকে থানা পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে।</p> <p>হাফিজ জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত আতিয়ার রহমান মুন্সির ছেলে এবং তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352126-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441105" target="_blank"> </a></div> </div> <p>রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, হাফিজকে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৩০ আগস্ট দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ীর আদালতে ৫ বছর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে একটি মামলা করা হয়েছিল। হাফিজ ওই মামলার বাদী।</p>