<p style="text-align:justify">ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিজ্ঞ বিচারক মো. ফারুক আযম মামলাটি খারিজ করে দেন।</p> <p style="text-align:justify">বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা জজ আদালতের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মশিয়ার রহমান।</p> <p style="text-align:justify">তিনি  জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানি মামলাটি করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহমেদ, আবু সুমন বিশ্বাস ও সোহেল রানাকে সাক্ষী করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।</p> <p style="text-align:justify">অ্যাডভোকেট মশিয়ার রহমান আরো জানান, বিজ্ঞ বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলাটি ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারানুসারে আদালত মামলাটি খারিজ করে দেন।<br />  </p>