<p style="text-align:justify">অন্যত্র বদলি করার অজুহাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে ওই দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।</p> <p style="text-align:justify">আটকরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার মৃত আবদুন নূরের ছেলে মো. রবিউল আউয়াল (৩৯) ও বগুড়ার সোনাতলা উপজেলার মোকারম হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী কর্মকর্তা। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।</p> <p style="text-align:justify">রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগ উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে ওয়াদুদ ও রতনকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা অফিসে এসে আল মামুনকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান।</p> <p style="text-align:justify">এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p>