<p>দীপাবলি উৎসবে মুক্তির অপেক্ষায় বছরের অন্যতম প্রতীক্ষিত দুই চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’। বক্স অফিসে মুখোমুখি হতে যাওয়া বিগ বাজেটের দুই সিনেমা অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্বের অনেক দেশেই একত্রে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। অধীর আগ্রহে দর্শকরা। তবে সেই সৌদি আরবের সিনেপ্রেমীদের সেই আনন্দ হয়তো কিছুটা ম্লান করে দিলো সৌদি আরব সরকার। সিনেমা দুটি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসন থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!</p> <p>ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই দুই সিনেমাই দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই সিনেমাতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এই দুই সিনেমার বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সেই কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না সিনেমাগুলো। তবে শুধুই বলিউডের এই দুই সিনেমাই নয়, দক্ষিণী চলচ্চিত্র ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।</p> <p>এদিকে, অগ্রিম বুকিংয়ে ‘ভুল ভুলাইয়া ৩’-এর টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির প্রথশ দিনেই যে প্রেক্ষাগৃহ ভিড় উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে। আর দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এমন চাহিদা দেখে মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’-এর টিকিট। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত সিনেমাটি ইতোমধ্যেই ৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। </p> <p>অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের সিনেমাটি অগ্রিম ‍বুকিংয়ে ৬ কোটির উপর আয় করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলি যত কাছে ঘনিয়ে ততই বাড়বে ‘সিংহাম এগেইন’-এর আয়।</p>