<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিরিয়া।</p> <p>বিজিবি জানায়, বুধবার রাতে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় আনলোডিং পয়েন্টে জব্দ ভারতীয় ট্রাকে তল্লাশি করে সোনামসজিদ বিওপির একটি টহল দল। তল্লাশিতে ৫২ টন পাথরবোঝাই ট্রাকের চালক কেবিনে বিশেষ কায়দায় লুকানো ১৮১ বোতল ফেনসিডিল পাওয়া যায়।</p> <p>কর্নেল গোলাম কিরিয়া জানান, আটক মাদকদ্রব্য, জব্দ করা পাথরবোঝাই ট্রাকটির আমদানিকারক বাংলাদেশি  প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হলো শ্রাবন্তী ট্রেডার্স। তা ছাড়া সিঅ্যান্ডএফ এজেন্ট গালফ জোহরা এবং তার প্রপাইটর হলেন মো. নুর আমিন।</p> <p>তিনি আরো জানান, আটক মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।</p>