<p>গাজীপুরের টঙ্গীতে তানজিলা খানম লাকী (৩৫) নামের এক যুব মহিলা লীগ নেত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহতের স্বামী সফিকুল ইসলাম সুমন পলাতক রয়েছেন।</p> <p>বুধবার রাতে আউচপাড়া এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। লাকী বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।</p> <p>পুলিশ জানায়, আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন লাকী। তাদের সংসারে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে। লাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।</p> <p>নিহতের ছোট বোন কামরুন নাহার পুতুল জানান, সুমন আর লাকী প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ করে সুমন আমার বোনকে মারধর করতেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে লাকী আলাদা থাকার চিন্তা করেন। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি, লাকী গলায় ফাঁস দিয়ে ঝুলছে আর সুমন ঘুমাচ্ছে। </p> <p>টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’</p>