<p style="text-align:justify">বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতো। এখন আর কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। দেশে সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নেই।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">পলাতক প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘কোনো ষড়যন্ত্র আর টিকবে না। সম্মিলিতভাবে জাতি তাদের বিরুদ্ধে লড়াই করছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730373903-80ea3832e03ef0965eba609241fbd755.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/31/1441200" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকারের সভাপতিত্বে ও ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে’র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন- গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অমলেন্দু দাস অপু, ভাইস-চেয়ারম্যান রমেশ দত্ত ও উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।</p> <p style="text-align:justify">সভায় নিতাই রায় চৌধুরী বলেন, ‘পরাজিত শক্তি আর ফিরে আসতে পারবে না। তারা যদি ফিরে আসতো তাহলে হিটলার ফিরে আসতো, নমরুদ ফিরে আসতো, চেঙ্গিস খান ফিরে আসতো; আইয়ুব খান, টিক্কা খান-এরা ফিরে আসতো।’ </p> <p style="text-align:justify">নতুন বাংলাদেশ গড়ার কাজে দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যুগে যুগে এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের মানুষ রুখে দিয়েছে। আজকে দেশ গড়ার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান ৪ দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730373342-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান ৪ দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/31/1441198" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি হয়তো এই সরকার পূরণ করবে, বাকি দাবিগুলো আগামী দিনে রাজনৈতিক সরকার পূরণ করবে। এরমধ্যে অর্পিত সম্পত্তির প্রত্যাবর্তন আইনের প্রতিকার পেতে হিন্দুসহ বিচার প্রার্থীরা বাধা প্রাপ্ত হচ্ছে। আইনটি যে বিবেচনায় করা হয়েছে, সে বিবেচনা এখন মাঠে মারা যাচ্ছে। সুতরাং আমরা সরকারের কাছে দাবি করবো, ১৯৬২ সালের যে আইন এখনো পর্যন্ত এটার দ্বারা বাংলাদেশের মানুষ বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কোনো কোনো ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের ভেতর মামলা-মোকাদ্দমার হাত থেকে আমরা মুক্তি চাই। আরেকটা হচ্ছে, সংখ্যালঘু সুরক্ষা আইন যথা সময়ে করা যেতে পারে। সেজন্য আপনাদের সহযোগিতা লাগবে। মাঠে এসে আওয়াজ তুলতে হবে। আর বৈষম্য বিলোপ আইন যেন কার্যকর করা যায়।’</p> <p style="text-align:justify">সভায় সাম্প্রদায়িক হামলার প্রত্যেকটি ঘটনায় মামলা করার আহ্বান জানান বিএনপির এ নেতা। </p>