<p>পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ১২টি দোকান। বুধবার (৩০ অক্টোবর) রাত উপজেলার গাওখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।</p> <p>স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় হার্ডওয়্যার দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ ১ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।</p> <p>প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যায় ১২টি দোকান। দুটি দোকানের মধ্যে একটিতে প্রায় ৩৫ লাখ, অন্যটিতে ২০ লাখসহ মোট কোটি টাকার মাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ঘর মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।</p> <p>সকালেই ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ইতিপূর্বেও অগ্নিকাণ্ড হয়েছে। মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সাহায্য করা হোক। দেশনায়ক তারেক রহমানের পক্ষে থেকে একটি উপহার ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেব।’</p> <p>এ ছাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।</p>