<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মো. বাবুল মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এর আগে তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা চারজনের মৃত্যু হয়।</p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান বাবুল মিয়া। </p> <p>ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুলের শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার স্ত্রী সেলি ৩০ শতাংশ ও মেয়ে মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।</p> <p>নিহত বাবুল মিয়ার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামে।</p> <p>এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে রূপগঞ্জের ডরগাঁও গ্রামের একটি টিনশেড বাসায় জমা গ্যাসে মশার কয়েল ধরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাসার ছয়জন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। </p> <p><br />  </p>