<p>গতকাল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর থেকেই দল থেকে বিচ্ছিন্ন পিটার বাটলার। শিষ্যরা যখন দশরথ স্টেডিয়ামে উদযাপন করছিলেন, বাটলার তখন এক পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। আজ সকালে ঢাকার উদ্দেশে দল যখন কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে এলো তখনো আলাদা বাটলার। নিজের মতোই সময় কাটাতে দেখা গেল তাকে।</p> <p>এরপরই জানালেন, আজ রাতেই দেশে ফেরার চেষ্টা করছেন তিনি, ‘কিছুদিন আগে আমার নাতি জন্ম নিয়েছে। তাকে দেখিনি। দেখতেই ইংল্যান্ডে যাচ্ছি কিছুদিনের জন্য। শিগগিরই আবার ফিরে আসব।’</p> <p>চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে ঢাকায় ছাদ খোলা বাসের আয়োজন করেছে বাফুফে। সেই বাসে অবশ্য চড়বেন না বাটলার। কারণ দেশে ফিরে যেতে ঢাকায় তার কিছু প্রস্তুতিও আছে। সেটা নিয়ে বাটলার বলেছেন, ‘মেয়েরা উপভোগ করুক। এটাই সময়। ঢাকায় গিয়ে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার কাজ আছে অনেক।’</p> <p>মেয়েদের দায়িত্ব ছাড়লেও বাটলার বাফুফের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর চুক্তি বাড়াতে চাইলে সেটা নিয়ে ভাববেন তিনি।</p>