<p>নোয়াখালীর সুবর্ণচরে আত্মহননের চেষ্টা করা নববধূর দুই দিন পর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।</p> <p>নিহত ফাহিমা আক্তার পপি (২২) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।</p> <p>পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত সোমবার (১৮ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে হয় পপি ও বিজিবি সদস্য মাহমুদের। বিয়ের পূর্বে পপির সঙ্গে মহিন ইসলাম রিয়াদের সম্পর্ক ছিল। বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে তাদের প্রেমের কথা বলে দেন এবং তাদের সংসার ভাঙা উদ্দেশ্যে পপির বিভিন্ন ম্যাসেজ, যৌথ ভিডিও মাহমুদের সঙ্গে শেয়ার করে। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা পপিকে বিভিন্ন অপবাদ দেন। পরবর্তীতে মাহমুদ পপির সঙ্গে সংসার করবে না বলে জানায়। অপমান সইতে না পেরে গত বুধবার সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে আত্মহননের চেষ্টা করেন পপি। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731509824-834bfb34c430873bcbe148e423881315.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446273" target="_blank"> </a></div> </div> <p>চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নিহত পপির চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিদেবন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।</p>