<p>বরগুনার তালতলীতে রাতের আঁধারে এক কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।</p> <p>ভুক্তভোগী কৃষক দাইয়ান নাজিরের অভিযোগ, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের প্রভাবে স্থানীয় আলতাফ হোসেন মোল্লা গংরা নাজিরের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ওই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা জমি জবরদখল করার চেষ্টা করেন। তাতে বাধা দিলে তারা আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। ওই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। </p> <p>তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল গংরা। হঠাৎ আবার নতুন করে এসে রাতের আঁধারে বাচ্চু মোল্লা, আলতাফ মোল্লা, মালেক মোল্লা, শাহজাহান মুন্সি, জামাল মুন্সি, জসিম মোল্লা গংরা আমার জমির ধান কেটে নিয়ে গেছে। রাতে পুলিশের সহায়তা চাওয়া হলে তারা কেউ রাতে আসেনি। পরে আজ সকাল ১০টার দিকে পুলিশ এসে ধান কাটার সত্যতা পেয়ে আসামিদের বাড়ি গিয়ে ধান দেখতে পায়। </p> <p>স্থানীয়রা জানায়, আলতাফ হোসেন মোল্লা গংদের কাজই হল এভাবে বিভিন্ন মানুষের জমি দখল ও টাকা দাবি করে। অভিযুক্ত আলতাফ মোল্লার বাড়িতে গিয়ে কাটা ধান পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি। </p> <p>মুঠোফোনে আলতাফ হোসেন মোল্লা বলেন, 'আমাদের এক রাখাইন ধান কাটতে বলেছে তাই আমরা ধান কেটেছি।'  </p> <p>তালতলী থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুশান্ত জানান, 'অভিযুক্ত আলতাফ মোল্লার বাড়িতে গিয়ে কাটা ধান দেখতে পাই। পুলিশের উপস্থিতির টের পেয়ে বাড়ির সবাই পালিয়েছে।' </p> <p>তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আল ইমরান বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>