<p style="text-align:justify">রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আইকিউ সূচকে ঢাকার বাতাসের স্কোর ১২৭। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে রয়েছে বৃদ্ধ, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। </p> <p style="text-align:justify">আজ সকাল সাড়ে ১১টার সময় বায়ুদূষণে বিশ্বের শহরগুলির তালিকায় প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লী। এ সময় আইকিউ সূচকে বাতাসের মান ছিল ৩৬৮। বাতাসের এই মানকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর ও ইরাকের বাগদাদ। শহর দুটির বাতাসের স্কোর যথাক্রমে ২০১ ও ১৯৮।</p> <p style="text-align:justify">এদিন সকাল সাড়ে ১১টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস ছিল সাভারের হেমায়েতপুরে। সেখানের বাতাসের স্কোর ১৪৯। মহাখালীর আইসিডিডিআরবি এলাকা রয়েছে তালিকায় দ্বিতীয় অবস্থানে। সেখানে বাতাসের স্কোর ১৪৭। ১৩৯ ও ১৩২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে ঢাকার দুই এলাকা যথাক্রমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা এবং গুলশান ২ নম্বর। </p> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>