<p>নড়াইল সদর উপজেলার তুলরামপুর গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত দুই হাজারজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর থানার এসআই সুবাস বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সাইফুল। </p> <p>গণপিটুনিতে নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জের জালাল উদ্দিনের পুত্র নুরন্নবী (২৯), একই উপজেলার জহুরুল ইসলামের পুত্র দুলাল মিয়া (২৪) ও নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রামের হাফিজুল ইসলামে পুত্র জান্নাতুল শেখ (২১)।</p> <p>পুলিশ জানায়, নিহতদের নামে ঢাকার পল্লবী থানা, বগুড়ার শিবগঞ্জ, নওগাঁ জেলার মহাদেবপুর, রানীনগর বদলগাছি, নাটোরের সিংড়া, রংপুরের হারাগাছ, টাঙ্গাইলের কালীহাতি, নড়াইলের লোহাগড়া ও নড়াগাতি চট্টগ্রামে হালিশহর থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে জান্নাতুল শেখের নামে ৫টি, নুরন্নবীর নামে ৯টি এবং দুলাল মিয়ার নামে ৫টি মামলা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে গ্যাস নিতে ৮ কিমি পাইপ বসান সাবেক কৃষিমন্ত্রী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352858-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে গ্যাস নিতে ৮ কিমি পাইপ বসান সাবেক কৃষিমন্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441116" target="_blank"> </a></div> </div> <p>গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে গরু চুরি করতে ঢোকে চোরের দল। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের  পেয়ে এলাকার লোকদের জড়ো করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড় করেন। এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352126-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441105" target="_blank"> </a></div> </div> <p>সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, বিভিন্ন সংস্থা তদন্ত করছে। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে, আইনগত প্রক্রিয়া চলমান। নিহতের মধ্যে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।</p>