<p>সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও নিয়মিত রয়েছে।</p> <p>আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার (২ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352126-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441105" target="_blank"> </a></div> </div> <p>সাজেদুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। মূলত গতকাল বুধবার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলছে। আগামী শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। </p> <p>বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ভারতে দীপাবলি উপলক্ষে আজ বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু রয়েছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা। সেই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে গ্যাস নিতে ৮ কিমি পাইপ বসান সাবেক কৃষিমন্ত্রী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352858-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে গ্যাস নিতে ৮ কিমি পাইপ বসান সাবেক কৃষিমন্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441116" target="_blank"> </a></div> </div> <p>অক্টোবর মাসে বিভিন্ন উৎসবে ৯ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। এর মধ্যে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, দুর্গা পূজায় ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর টানা ৫ দিন,  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসায় ২৬ ও ২৭ অক্টোবর বন্ধ ছিল আমদানি-রপ্তানি। সর্বশেষ ৩১ অক্টোবর ভারতে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।</p>