<p>স্মার্টফোনে জায়গা কমে গেলে তা ধীরগতিতে কাজ করে।  অনেক সময় প্রয়োজনীয় অ্যাপ নামানো বা ফাইল ডাউনলোড করাও সম্ভব হয় না। তাই স্টোরেজ খালি রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিচে ফোনের স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায় দেয়া হলো।</p> <p><strong>ভিডিও ও ছবি ক্লাউডে সংরক্ষণ করুন</strong><br /> ফোনে অনেক সময় বড় আকারের ভিডিও ও ছবি জমা হয়, যা অনেক জায়গা দখল করে। এগুলো গুগল ড্রাইভ বা গুগল ফটোজের মতো ক্লাউড স্টোরেজে রেখে দিলে ফোনের জায়গা খালি থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730362746-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441152" target="_blank"> </a></div> </div> <p><strong>অপটিমাইজেশন সুবিধা ব্যবহার করুন</strong><br /> অনেক ফোনে স্টোরেজ অপটিমাইজেশন অপশন থাকে। এটা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে জায়গা খালি রাখে। এই সুবিধাটি ব্যবহার করতে পারেন।</p> <p><strong>ক্যাশ মেমোরি মুছে ফেলুন</strong><br /> প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় কিছু তথ্য জমা হয়, যাকে ক্যাশ মেমোরি বলে। ফোনের সেটিংসে গিয়ে প্রতিটি অ্যাপের ক্যাশ মেমোরি মুছে ফেললে স্টোরেজ খালি করা সম্ভব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভালো থাকুক স্মার্টফোনের ক্যামেরা: রইল ছয়টি টিপস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730109170-9f223d55e96042d36fa2466c6edb6295.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভালো থাকুক স্মার্টফোনের ক্যামেরা: রইল ছয়টি টিপস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440061" target="_blank"> </a></div> </div> <p><strong>অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন</strong><br /> ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে, যেগুলো হয়তো তেমন ব্যবহার করি না। এ ধরনের অব্যবহৃত বা কম ব্যবহৃত অ্যাপ মুছে ফেললে ফোনের জায়গা খালি হবে।</p> <p><strong>পুরোনো ডাউনলোড ডিলিট করুন</strong><br /> ফোনের ডাউনলোড ফোল্ডারে অনেক পুরনো ফাইল জমা থাকে। এগুলোর সব হয়তো আর দরকার হয় না। এসব ফাইল চেক করে অপ্রয়োজনীয়গুলো মুছে ফেলুন, অনেকটা জায়গা খালি হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেভাবে বাঁচাবেন ইন্টারনেটের ডেটা খরচ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730009095-f4736c07e00635059c74995c57feed43.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেভাবে বাঁচাবেন ইন্টারনেটের ডেটা খরচ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439658" target="_blank"> </a></div> </div> <p><strong>গুরুত্বপূর্ণ ফাইল ই-মেইলে রাখুন</strong><br /> জরুরি ফাইল বা ছবি ই-মেইলে সংরক্ষণ করলে ফোনে এগুলো রাখার প্রয়োজন হয় না। এতে ফোনের স্টোরেজ খালি থাকে।</p> <p><strong>ফোন রিস্টার্ট করুন</strong><br /> মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে অস্থায়ী ফাইল ও সিস্টেম ক্যাশ মুছে যায়। ফলে ফোনের কার্যক্ষমতা বাড়ে এবং জায়গা খালি হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোবাইল ফোন গরম হয় কেন? করণীয় কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729152102-6506e9b4dc635e69b2ec5b1bcfe33f48.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোবাইল ফোন গরম হয় কেন? করণীয় কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436085" target="_blank"> </a></div> </div> <p><strong>চ্যাট অ্যাপের মিডিয়া ফাইল ডিলিট করুন</strong><br /> হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো চ্যাট অ্যাপগুলোতে ছবি, ভিডিও এবং অডিও ফাইল জমে থাকে। এসব মিডিয়া ফাইল চ্যাট অ্যাপের সেটিংসে গিয়ে ক্লিয়ার করে দিলে স্টোরেজ খালি হবে।</p> <p><strong>কম রেজোলিউশনের ফটো ব্যবহার</strong><br /> অনেক সময় আমাদের ক্যামেরায় তোলা ছবির রেজোলিউশন বেশি থাকে। এগুলো অনেক বেশি জায়গা নেয়। কম গুরুত্বপূর্ণ ছবিগুলো কম রেজোলিউশনে সংরক্ষণ করলে স্টোরেজ কম ব্যবহার হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অতিরিক্ত চার্জ কি ফোনের জন্য ক্ষতিকর?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730018833-2472a9cc70f22ef4a50bc0f63943bf67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অতিরিক্ত চার্জ কি ফোনের জন্য ক্ষতিকর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439698" target="_blank"> </a></div> </div> <p><strong>অটোমেটিক ডাউনলোড বন্ধ রাখা</strong><br /> কিছু অ্যাপ যেমন- হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অটোমেটিকভাবে ছবি ও ভিডিও ডাউনলোড করে। এগুলো স্টোরেজে থেকে প্রচুর জায়গা দখলে করে নেয়। এ ধরনের অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ রাখলে অনেকটা জায়গা সাশ্রয় হয়।</p> <p>এই কৌশলগুলো মেনে চললে আপনার স্মার্টফোনে আরও অনেকটা জায়গা খালি থাকবে, এবং প্রয়োজনের সময় ফোন দ্রুত এবং সহজে কাজ করবে।</p> <p>সূত্র: পপুলার মেকানিকস</p>