<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগে আন্দোলনে নেমেছেন ৩৫ প্রত্যাশীরা। পরে পুলিশের লাঠিপেটা ও জলকামানের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তাঁরা। গতকাল বুধবার সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে তাঁরা শাহবাগে অবস্থান নিয়ে সেখানে বিভিন্ন দাবি জানান এবং স্লোগান দিতে থাকেন। পরে তাঁরা দলবদ্ধ হয়ে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। মিছিল নিয়ে শিক্ষাভবন পর্যন্ত পৌঁছালে সেখানে পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে শাহবাগ থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে তাঁদের বিক্ষোভ না করার অনুরোধ জানানো হয়। পরে তাঁরা বিশৃঙ্খলা শুরু করলে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।</span></span></span></span></span></p>