<p>ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে—এমন অভিযোগ তুলে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল আন্দোলনকারী। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জুমার নামাজের সময় থেকে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা।</p> <p>ডেইলি স্টার কার্যালয়ের সামনে দেখা গেছে, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ’ শীর্ষক ব্যানার নিয়ে ডেইলি স্টারের সামনের ফুটপাতে মানববন্ধন করছেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশে পলিটির মুখপাত্র মাসুদ জাকারিয়া, মুস্তাফিজ হাসান, এক্টিভিস্ট সাধনা মহল এবং গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। এ সময় বিপুলসংখ্যক পুলিশ আশপাশে অবস্থান নেয়।</p> <p>ডেইলি স্টারের সামনের ফুটপাতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।</p> <p>বিকেল ৫টায় অবস্থান কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন মুস্তাফিজ হাসান। তিনি বলেন, আগামীকাল (আজ শনিবার) বিকেল ৪টায় ডেইলি স্টার থেকে প্রথম আলো পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে।</p> <p>এর আগে গত বৃহস্পতিবার  কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।</p> <p> </p>