অটোমোবাইল শিল্প খাতে কাজের সুযোগ-সম্ভাবনা দিন দিন বাড়ছে, দেশে-বিদেশে সবখানে। কারিগরি এই খাতে দক্ষ হলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও ক্যারিয়ার গড়া সম্ভব। ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি নিলে রয়েছে ভালো বেতনে চাকরির সুযোগ। কাজের ধরন ও সুযোগ, আয়, প্রশিক্ষণসহ দরকারি তথ্য জানিয়ে লিখেছেন সাজিদ মাহমুদ