<p>গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি পুকুর থেকে এক নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে হতে পারে।</p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই লাশ দুটি উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ। উদ্ধার মরদেহের মধ্যে শিশু ছেলের বয়স আনমানিক দুই বছর হবে এবং নারীর বয়স আনুমানিক ৩০ বছর হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730366463-9880a88f869f8a644fe94cd13f65ab9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/31/1441166" target="_blank"> </a></div> </div> <p> </p> <p><br /> পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মৌচাকের তেলিরচালা এলাকার মমির আলী হাজির পুকুর পাড়ে শিশুরা খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা পুকুরের পানিতে দুটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় পুকুরের পানিতে এক নারী ও  এক শিশুর লাশ ভাসছে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই নারীর পরনে নীল রঙের থ্রি-পিস এবং শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730365196-65eb6ae26f813553fc53838cb09d9789.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/31/1441162" target="_blank"> </a></div> </div> <p>কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্তলে গিয়ে পুকুর থেকে একটি শিশু ছেলের লাশ এবং একটি নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা মা ছেলে হতে পারে।</p>