<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে এক কেজি নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। গতকাল বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি এসব মাদক উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>