<p>ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গতকাল বুধবার সন্ধ্যায় রাশিয়ার ছোড়া বোমার আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন শিশু নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।</p> <p>খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, ১১ বছরের শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়। শিশুটির মাথায় গুরুতর ক্ষত এবং ফ্র্যাকচার ছিল, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। এর আগে তিনি বলেছিলেন, ধ্বংসস্তূপের নিচে তিনজন আটকা পড়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মার্কিন নির্বাচন শেষ হওয়ার অপেক্ষায় ইউরোপ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730343690-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মার্কিন নির্বাচন শেষ হওয়ার অপেক্ষায় ইউরোপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/31/1441084" target="_blank"> </a></div> </div> <p>টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সিনিয়েহুবভ লিখেছেন, হামলার কারণে ঘটনাস্থলে আগুন ধরে যায়। অ্যাপার্টমেন্ট ব্লকের প্রবেশদ্বারের বেশির ভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।</p> <p>রয়টার্স টেলিভিশনের ভিডিও ফুটেজে উদ্ধারকারীদলগুলোকে আহতদের বের করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যেতে দেখা গেছে। </p> <p>ইউক্রেনের খারকিভে রাশিয়ার বিমান ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরো সামরিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।  </p> <p>সূত্র : রয়টার্স</p>