<p> </p> <p>বাসার নিচেই সন্ত্রাসীরা মারধর করছিল এক ব্যক্তিকে। সেই ঘটনা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছিলেন গৃহবধূ আয়েশা আক্তার (২৮)। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলির একটি এসে তাঁর গলায় লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে ঢাকার পল্লবীর বাউনিয়া বাঁধ বস্তিতে।</p> <p>পল্লবী থানার পুলিশ সূত্রে জানা যায়, মারধরের শিকার ব্যক্তির নাম মামুন। তিনি এলাকায় মাদক ব্যবসা করতেন। স্থানীয় চাঁদাবাজ মমিন তাঁর গ্রুপসহ গতকাল দুপুরে মামুনের কাছে চাঁদা দাবি করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।</p> <p>তখন চাঁদাবাজরা মামুনকে ধরে নিয়ে যেতে চাইলে মামুনের সহযোগীরা এসে বাধা দেয়। পাশের দোতলা থেকে এই ঘটনা জানালা দিয়ে দেখছিলেন গৃহবধূ আয়েশা। এক পর্যায়ে মমিন গ্রুপ প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আয়েশার গলায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মমিন ও তাঁর দলের লোকজন পালিয়ে যায়।</p> <p>পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।</p>