<p style="text-align:justify">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ওই ফোন কলে আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন মোদি। </p> <p style="text-align:justify">এ বিষয়ে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় মোদি বলেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ভালো আলোচনা হয়েছে। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অবসান নীতি বাণিজ্যে গতি বাড়াবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730946289-89d26f39f3ca8634c49646b7727c8b9a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অবসান নীতি বাণিজ্যে গতি বাড়াবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/07/1443760" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify">এদিকে এএনআই এর বরাতে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, ফোনকলে ট্রাম্প বলেন, ‘পুরো বিশ্ব মোদিকে ভালোবাসে।’ এ সময় ভারতকে একটি চমৎকার দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্যমতে ভারতের প্রধানমন্ত্রী মোদিও একজন চমৎকার মানুষ।</p> <p style="text-align:justify">এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এক্সে এক পোস্টে মোদি লেখেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু। আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন, তাতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম। চলুন, আমাদের জনগণের উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের জয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বাংলাদেশে : কুগেলম্যান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730945110-2f4ad26e4e4332b4d1a9512e84815b9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের জয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বাংলাদেশে : কুগেলম্যান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443758" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।</p>