<p>চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে ড্র, পরের দুই ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেয়েছে আর্সেনাল। ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে গানাররা। </p> <p>সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টারের জয়ের নায়ক  তুর্কি মিডফিল্ডার হাকান কালহানগলু। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তিনি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রেড স্টার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730952177-5ce946a3a64be1a207612336c6ee22f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রেড স্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/07/1443775" target="_blank"> </a></div> </div> <p>প্রথমার্ধের যোগ করা সময়ে আর্সেনাল বক্সে মেহদি তারেমির শট মিকেল মেরিনোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ইন্টারকে এগিয়ে দেন হাকান কালহানগলু। একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। </p> <p>গত রাতে হেরে ইতালিতে টানা পাঁচ ম্যাচে গোলহীন থাকল ইংলিশ ক্লাবটি। ২০০৮ সালের পর থেকে ইতালিতে কোনো গোলই করতে পারেনি তারা। </p> <p>চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে আর্সেনাল। ৫ নম্বরে উঠে গেছে ইন্টার মিলান। </p> <p>আর্সেনালের হারের রাতে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। পর্তুগালের ক্লাব বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা।</p> <p>বেনফিকার মাঠে বায়ার্ন মিউনিখকে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে। দিনামো জাগরেবকে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বায়ার্ন পরের দুই ম্যাচে অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে হেরেছে। বেনফিকার বিপক্ষে ব্যবধান কম হলেও জয়ে তো ফেরা গেছে। ৬৪তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে জিতেছে দলটি।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/07/my1198/safserhrt.jpg" width="1000" /></p> <p>এ দিকে প্যারিসে আতলেতিকোর কাছে হেরেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।</p> <p>নব্বই মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।</p> <p>এ হারে পয়েন্ট তালিকায় ২৫ নম্বরে নেমে হেছে পিএসজি। ২৩ নম্বরে আতলেতিকো। </p>