<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটের দিন বেশ আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারে আমরা ছাড়পত্র (দেশে খেলার) পেয়েছি। যখন ছাড়পত্র পেয়েছি যে সে বাংলাদেশে খেলতে পারবে, তখনই আমরা চুক্তি করেছি।’ সেই প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। এই মুহূর্তে বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে আছে চট্টগ্রাম কিংস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রেড স্টার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730952177-5ce946a3a64be1a207612336c6ee22f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রেড স্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/07/1443775" target="_blank"> </a></div> </div> <p>দেশের রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে একই অভিজ্ঞতা হতে পারে সিলেট স্ট্রাইকার্সের।</p> <p>সব রকম প্রস্তুতি থাকলেও নিরাপত্তা ইস্যুতে বিদায়ি টেস্ট শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব। আসন্ন বিপিএলেও পরিস্থিতি উল্টে যাওয়ার সম্ভাবনা কম। সাকিবকে নিয়ে তাই অনিশ্চয়তার সুর সামির কাদেরের কণ্ঠে, ‘আমি নিশ্চিত নই সাকিবকে পাওয়া যাবে কি না। আপনারা যা জানেন, আমিও তা-ই জানি।’ কিছুটা দোটানা থাকলেও সামির কাদেরের কথায় পরিষ্কার, তাঁরা সাকিবকে ছাড়াই পথচলার কথাও ভাবতে শুরু করেছেন, ‘ওকে ছাড়াই (চট্টগ্রাম কিংসের স্কোয়াড নিয়ে ভাবনা) এবং আমি আসলে এখনো আগের অবস্থাতেই আছি। দলে আর নতুন কিছু করিনি। আগের স্কোয়াডই আছে। বুঝতে পারছি না (সাকিব খেলতে পারবেন কি পারবেন না)। এটা এই মুহূর্তে বলা কঠিন। আর কিছুদিন যাক, তাহলে আরো ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারব।’</p> <p>সাকিবের বিকল্প হিসেবে একজন বিদেশি ক্রিকেটার নেওয়ার কথাও জানালেন সামির কাদের, ‘আমরা এরই মধ্যে ওর (সাকিব) বিকল্প হিসেবে একজন বিদেশিকে নিয়েছি। এখন আমাদের একাদশ ভিন্নভাবে সাজাতে হবে, যদি সে না খেলে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইতালিতে এবারও গোলহীন আর্সনাল, জয়ে ফিরল বায়ার্ন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730954668-279559718b0037c06b6dda8a751e8229.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইতালিতে এবারও গোলহীন আর্সনাল, জয়ে ফিরল বায়ার্ন</p> </div> </div> </div> সাকিবের মতো সিলেট স্ট্রাইকার্সের তারকা মাশরাফিও গত শেখ হাসিনা সরকারের একজন সংসদ সদস্য ছিলেন। এর ওপর তাঁর বিরুদ্ধে জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের মালিকানা দখলের অভিযোগ তুলে মামলাও করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির গত আসরের সহস্বত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরী। যদিও সিলেট ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি এখন মীমাংসা করে নিয়েছেন তাঁরা। তবু রাজনৈতিক মামলা থাকায় মাশরাফির বিপিএলে খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে। অবশ্য সিলেট ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে, দলটি পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করতে চায়। বিষয়টি নিয়ে এই মুহূর্তে তাই বেশি কিছু বলতে চায় না সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। তবে গত বিপিএলের পর লম্বা সময় মাঠের বাইরে থাকা মাশরাফিকে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখার সম্ভাবনা এখনো অনিশ্চিতই!</div> </div>