<p>আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাঁকে। এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।</p> <p>প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কালের কণ্ঠকো জানিয়েছেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মুশফিককে। তিনি বলেছেন, 'গতকাল উইকেটকিপিংয়ের সময় মুশফিক আঙুলে এই চোটটা পায়। একটু সিরিয়াসই মনে হচ্ছে। কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। রিপোর্ট পেলে আমরা বুঝতে পারব চোটটা কতটা গুরুতর।'</p> <p>শুধু আফগান সিরিজ নয়, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও মুশফিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। গাজী আশরাফ বলছিলেন, 'হ্যাঁ, এ ধরনের চোট কাটিয়ে উঠতে তো সময় লাগে। সেক্ষেত্রে কিছু সংশয় তো আছেই।'</p> <p>বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাঁরা ধারণা করছেন মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে, 'তার আঙুলে একটা সন্দেহজনক চিড় ধরা পড়ছে বলে আমরা ধারণা করছি। পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।'</p> <p>গতকাল প্রথম ওয়ানডেতে সাতে নেমে ৩ বলে একরান করেন মুশফিক।</p>