<p>আমাদের দেশে কম্পিউটারের স্টোরেরজ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহারের প্রচলন বেশি ছিল। কারণ দামে কম। তুলনায় এক দশক আগেই এসসডি বা সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হতো না বললেই চলে। কারণ এর দাম ছিল নাগালের বাইরে। কিন্তু এখন এসএসডির দাম অনেকটাই কমে এসেছে। তাই সম্ভব হলে আপনার পিসি বা ল্যাপটপে একটা এসএসডি লাগিয়ে নিন। </p> <p>কেন ব্যবহার করবেন এসএসডি—জেনে নিন ১০টি সুবিধা।</p> <p><strong>বেশি গতি</strong><br /> এসএসডি ব্যবহারে পিসির বুট টাইম দ্রুত হয় এবং সফটওয়্যার লোডিং টাইম অনেক কমে যায়। ফলে পিসি বা ল্যাপটপে কাজের গতি বাড়ায় অনেকখানি।</p> <p><strong>স্থায়ীত্ব</strong><br /> এসএসডিতে কোনো মুভিং পার্টস নেই, তাই হার্ডড্রাইভের তুলনায় এটি কম নষ্ট হয় এবং তথ্য সুরক্ষিত থাকে।</p> <p><strong>বিদ্যুৎ খরচ সাস্রয়ী</strong><br /> এসএসডি কম বিদ্যুৎ ব্যবহার করে, যা ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাটারি লাইফ বাড়িয়ে দেয়।</p> <p><strong>তাপ কম উৎপন্ন করে</strong><br /> এসএসডি কম তাপ উৎপন্ন করে, ফলে কম তাপমাত্রায় পিসি দীর্ঘ সময় চালানো সম্ভব হয়।</p> <p><strong>আকারে ছোট</strong><br /> এসএসডি আকারে ছোট এবং হালকা, ফলে এটি ল্যাপটপ বা ছোট আকারের পিসিতে সহজে ব্যবহারযোগ্য।</p> <p><strong>কম শব্দ</strong><br /> এসএসডিতে মুভিং পার্টস না থাকায় এটি সম্পূর্ণ নীরবে কাজ করে। ফলে কাজের সময় মনোযোগ ধরে রাখতে সহজ হয়।</p> <p><strong>আপগ্রেড সহজ </strong><br /> আপনার পিসির স্টোরেজ আপগ্রেড করতে এসএসডি খুব সহজ ও কম সময়ে ইনস্টল করা যায়।</p> <p><strong>দ্রুত ফাইল ট্রান্সফার</strong><br /> এসএসডির মাধ্যমে বড় ফাইল বা তথ্য দ্রুত ট্রান্সফার করা সম্ভব, যা ডেটা মুভমেন্টে সময় সাশ্রয় করে।</p> <p><strong>মাল্টিটাস্কিং সুবিধা</strong><br /> এসএসডি ব্যবহার করলে পিসির মাল্টিটাস্কিং ক্ষমতা বেড়ে যায়, ফলে একাধিক কাজ একই সাথে দ্রুত করা যায়।</p> <p><strong>দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা</strong><br /> দীর্ঘমেয়াদে হার্ডড্রাইভের তুলনায় এসএসডির পারফরম্যান্স অনেক বেশি স্থিতিশীল থাকে, ফলে আপনার পিসির কর্মক্ষমতা ধরে রাখে।</p> <p>এসএসডি আপনার পিসিকে আরও কার্যকরী ও দ্রুততর করে তোলে, তাই এই আধুনিক স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করা সবদিক থেকেই লাভজনক।<br />  </p>