<p style="text-align:justify">দেশ নিয়ে গর্ব বোধ করা কিংবা দেশ নিয়ে আশাবাদী হয়ে ওঠার প্রবণতা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রমেই কমছে। বাংলাদেশ নিয়ে এই প্রজন্মের আশাবাদ ২০১৫ সালে ছিল ৬০ শতাংশ, যা কমে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৫১ শতাংশে। অর্থাৎ গত ৯ বছরে বাংলাদেশ নিয়ে তরুণদের ইতিবাচক আশাবাদ কমেছে ৯ শতাংশ। এর পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেকারত্বের অভিশাপ, নারী-পুরুষ বৈষম্য ও রাজনৈতিক আস্থার সংকট। ব্রিটিশ কাউন্সিলের ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ’-এর তৃতীয় সিরিজের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।</p> <p style="text-align:justify">গতকাল বুধবার সকাল ১১টায় রাজধানীর ব্রিটিশ কাউন্সিল অডিটরিয়ামে এই গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন এমঅ্যান্ডসি সাচি ওয়ার্ল্ড সার্ভিসেসের ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং বিভাগের সিনিয়র গবেষণা পরিচালক আইবেক ইলিয়াসভ। তিনি জানান, এই গবেষণায় নানা শ্রেণি-পেশার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তিন হাজার ৮১ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সব গ্রাহককে একসঙ্গে টাকা দেওয়া অসম্ভব : বাংলাদেশ ব্যাংক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730954924-603490a13ff315bfaf7aae8a93907d04.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সব গ্রাহককে একসঙ্গে টাকা দেওয়া অসম্ভব : বাংলাদেশ ব্যাংক</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/07/1443785" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">প্রতিবেদনে বলা হয়, বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ৪২ শতাংশ তরুণ। এই তরুণদের ৬৯ শতাংশ সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণ না থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দেশের বিপুল এই জনশক্তি কোথাও কাজে লাগাতে না পারায় ৩২ শতাংশ তরুণ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ ছাড়া বাংলাদেশে পর্যাপ্ত চাকরির ব্যবস্থা না থাকায় অনেকে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে চায়। এ ক্ষেত্রে বৈশ্বিক চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন। এর মধ্যে রয়েছে ভাষা, প্রযুক্তি, যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়ানোর দক্ষতা।</p> <p style="text-align:justify">প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইংরেজি ভাষায় দক্ষতার গুরুত্ব অনুধাবন করে ৭৯ শতাংশ তরুণ, তবে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে মাত্র ৫ শতাংশ। এ ছাড়া তরুণদের ২৮ শতাংশ যোগাযোগ দক্ষতা, ২৩ শতাংশ প্রযুক্তিগত দক্ষতা এবং ১৭ শতাংশ সৃজনশীল কাজের দক্ষতার গুরুত্ব অনুধাবন করে। শিক্ষাগ্রহণ ও চাকরির প্রয়োজনে বিদেশে যেতে চায় ৫৫ শতাংশ তরুণ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="হজ ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা করছেন এজেন্সি মালিকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730954486-bab11c8734a49c5786d2df2b8e7e3538.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">হজ ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা করছেন এজেন্সি মালিকরা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443783" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এর মধ্যে সৌদি আরবে ২৭ শতাংশ, কানাডায় ১৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় যেতে চায় ১৩ শতাংশ। বিশ্বের অন্য দেশগুলোর কোনোটিতে ১ শতাংশ আবার কোনোটিতে ২ শতাংশ তরুণ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তরুণদের দেওয়া মতামত থেকে আরো জানা যায়, শিক্ষা ও দক্ষতায় পিছিয়ে থাকা তরুণরা সবচেয়ে বেশি যেতে চায় সৌদি আরব। আর শিক্ষা অর্জনে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া।</p> <p style="text-align:justify">৪৪ শতাংশ তরুণ ও ৩৫ শতাংশ তরুণী পাঁচ বছরের মধ্যে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়। তবে উদ্যোক্তা হওয়ার পথে ৫২ শতাংশ তরুণ ও ৩২ শতাংশ তরুণীর বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতা। পাশাপাশি রয়েছে পরামর্শদাতা ও বিনিয়োগ সংকট, ব্যবসা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা ইত্যাদি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ট্রাম্পের বিরুদ্ধে সাজা এবং মামলাগুলোর কী হবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730953850-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ট্রাম্পের বিরুদ্ধে সাজা এবং মামলাগুলোর কী হবে?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/07/1443779" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">জরিপে নারী-পুরুষ বৈষম্যের বিষয়ে দেখা যায়, ৫৮ শতাংশ তরুণ নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি জোরালোভাবে সমর্থন করে। তবে এ ক্ষেত্রে পিছিয়ে আছে মধ্যবিত্ত শ্রেণি। যেখানে উচ্চবিত্তের ৪৭ শতাংশ ও নিম্নবিত্তের ৩৪ শতাংশ সমান অধিকারের বিষয়টি জোরালোভাবে সমর্থন করে, সেখানে মধ্যবিত্ত শ্রেণির মাত্র ২৮ শতাংশ সমর্থন করে। আবার সব শ্রেণি মিলে সমান অধিকারের বিষয়টি মানতে নারাজ ৩০ শতাংশ। নারীরা ঘরের বাইরে কাজ করবে—এটা সমর্থন করে না ২৪ শতাংশ পুরুষ। পুরুষের পাশাপাশি নারীরাও ঘরের বাইরে একই কাজ করবে—এটা সমর্থন করে না ২৫ শতাংশ পুরুষ আর পুরুষের মতো নারীরাও পড়ালেখায় সমান সুযোগ পাবে—এটা সমর্থন করে না ১৪ শতাংশ পুরুষ।</p> <p style="text-align:justify">উত্তরদাতা ৪৬ শতাংশ নারী জানায়, তারা কোনো না কোনোভাবে লিঙ্গবৈষম্যের শিকার। নারীদের উত্ত্যক্ত করার প্রবণতা বেড়েই চলছে। দলবদ্ধ হয়ে ‘কিশোর গ্যাং’ সদস্যরা নারীদের উত্ত্যক্ত ও অপদস্থ করছে। উত্তরদাতা ৬৭ শতাংশ তরুণ জানায়, দেশে সৃজনশীলতা ও প্রতিভার কোনো মূল্যায়ন নেই। পরিবর্তে বাংলাদেশের সমাজে পারিবারিক পরিচয়, ক্ষমতা, লবিং ও রাজনৈতিক ক্ষমতা গুরুত্ব পায়।</p> <p style="text-align:justify">প্রতিবেদনে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষতার ব্যবধান কমিয়ে আনতে ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ জোরদার করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করা, সুশাসন নিশ্চিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করা, লিঙ্গসমতা নিশ্চিত করা এবং সামাজিক বৈষম্যগুলো চিহ্নিত করা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ট্রাম্পের জয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বাংলাদেশ : কুগেলম্যান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730945110-2f4ad26e4e4332b4d1a9512e84815b9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ট্রাম্পের জয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বাংলাদেশ : কুগেলম্যান</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443758" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, ‘এটি শুধু বিশ্লেষণ নয়, বরং বাংলাদেশের অর্জনগুলোর প্রতিফলন। আমরা আপনাদের কণ্ঠস্বরকে সমর্থন দিতে, শক্তিশালী করতে এবং আপনাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন আপনারা এমন একটি বাংলাদেশ গড়তে পারেন, যেখানে সব মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’</p> <p style="text-align:justify">বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের তরুণদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে যুক্তরাজ্য সরকার। এই প্রতিবেদন তরুণদের কণ্ঠস্বরকে আরো জোরালো করেছে এবং তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আমাদের সমন্বিত দায়িত্বকেও তুলে ধরেছে।’</p>