<p>বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। ট্রলারে থাকা কয়েকজন জেলে জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। তারা এখনও নিখোঁজ রয়েছেন। </p> <p>আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে এই ঘটনা ঘটে। নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছেলে। তিনি উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী। কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ ছাড়াও ট্রালরসহ আরো কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।’</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্র মতে, মহেশখালীর সোনাদিয়ায় মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যান মোকাররম। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।</p> <p>বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করেছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।</p>