<p>ডোপ টেস্টে শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যাওয়ায় ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন চেলসির ইউক্রেনীয় উইঙ্গার মিখাইলো মুদরিক। </p> <p>মঙ্গলবার চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) একটি রুটিন প্রস্রাব পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল পাওয়ার পর ক্লাব এবং মুদরিককে বিষয়টি অবহিত করে।</p> <p>তবে নিষিদ্ধ পদার্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন মুদরিক। এ ঘটনায় তিনি হতবাক হয়েছেন বলে জানিয়েছেন। চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ব্যর্থ পরীক্ষার কারণ খুঁজে বের করতে কাজ করবে।  </p> <p>মুদরিক তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটি আমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা কারণ আমি কখনো সচেতনভাবে নিষিদ্ধ পদার্থ গ্রহণ করিনি বা কোনো নিয়ম ভাঙিনি। আমি আমার টিমের সঙ্গে একসঙ্গে কাজ করছি, বিষয়টি কিভাবে ঘটল তা তদন্ত করার জন্য।’</p> <p>তিনি আরো যোগ করেন, ‘আমি জানি যে আমি কোনো ভুল করিনি। এবং আমি আশাবাদী শিগগিরই মাঠে ফিরতে পারব।’  </p> <p>এফএর নিয়ম অনুযায়ী, ড্রাগ পরীক্ষার ফল পজিটিভ হলে খেলোয়াড়দের প্রাথমিকভাবে ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে। তবে এফএ নিশ্চিত করেনি যে মুদরিক বর্তমানে প্রাথমিকভাবে নিষিদ্ধ কি না অথবা পরীক্ষাটি কখন হয়েছিল।  </p> <p>ফিফার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ পদার্থ গ্রহণের জন্য দোষী সাব্যস্ত হয়, তবে তার সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞা হতে পারে।  </p> <p>মুদ্রিক সর্বশেষ, ২৮ নভেম্বর চেলসির হয়ে খেলেছেন। এরপর থেকে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি ম্যাচ মিস করেছেন। ১ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ম্যাচে তিনি স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি। চেলসির কোচ এনজো মারেস্কা তখন মুদ্রিকের অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতার কথা বলেছিলেন।  </p> <p>২০২৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে মুদ্রিককে কেনে চেলসি। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ৭৩ ম্যাচে ১০ গোল করেছেন।</p>