<p>গত ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। ধারণা করা হয়েছিল, তিনি এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে এক মাসের অপেক্ষা করতে হচ্ছে না। কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র খুব শিগগিরই মাঠে ফিরতে যাচ্ছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733557349-bedee93bf64842df5dc25e4f68754390.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/07/1454818" target="_blank"> </a></div> </div> <p>আনচেলত্তি জানিয়েছেন, ‘ভিনিসিয়ুসের অবস্থা ভালো, এটা সুখবর। সে খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। আগামীকাল (আজকে রাতে) তাকে পাওয়া যাবে না, তবে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্টার বিপক্ষে ম্যাচে সে ফিরবে।’</p> <p>ভিনিসিয়ুসের অনুপস্থিতে রিয়াল তিনটি ম্যাচ খেলেছে। এর মধ্যে গেটাফের বিপক্ষে জয় পেলেও লিভারপুল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরেছে। </p>