<p style="text-align:justify">মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান। মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। </p> <p style="text-align:justify">কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা যায়, মুরসালিনের দলীয় কোনো পদ-পদবি নেই। তার পরও কখনো যুবলীগকর্মী কখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা তার। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয় দিবসে ১০-১২ জন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঝটিকা মিছিল শেষে পৌর সদরের মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যান মুরসালিন। সেখানকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই দিন দিবাগত গভীর রাতে থানা পুলিশ মুরসালিনকে গ্রেপ্তার করে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, আজ মঙ্গলবার তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নির্দিষ্ট কোনো মামলায় আদালতে পাঠানো হবে।</p> <p style="text-align:justify">আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।</p>